আমি লিখন। এটি আমার প্রথম টিউন। পরিচিত হবার আগেই পোস্ট দিয়ে দিচ্ছি...
মাইক্রোটিক এর ওপর আগ্রহ আমার অনেক দিন এর। বিভিন্ন স্থানে মাইক্রোটিকের ওপর প্রচুর ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে কিন্ত টাকা দিয়ে কোর্স করে শিখবো? এই চিন্তা করে বিভিন্ন ব্লগ/সাইটের টিউটোরিয়াল দেখে, ইউটিউব থেকে ভিডিও টিউটোরিয়াল নামিয়ে শিখে নিচ্ছি। কিছু দিন আগে টেকটিউনস এ ইউসুফ ইয়ামিন অমি ভাই এর বেশ কিছু টিউটোরিয়াল পেলাম।
কিন্তু হঠাত উনার লেখা বন্ধ হয়ে যাওয়াতে অবাক হলাম। মাত্র ৫টি টিউটোরিয়াল দিয়েই উনি হাওয়া হয়ে গেলেন। কিন্তু কাজের কাজ উনি করে দিয়ে গেছেন। এই ৫টি টিউটোরিয়াল দিয়েই মাইক্রোটিক এর অনেক কাজ করা যাচ্ছে।
যাই হোক মূলকথায় আসি।
অনেক খুজছি মাইক্রোটিক এর ওপর কোনো ধারাবাহিক বই/ইবুক আছে কিনা। মাইক্রোটিক এর ওপর বেশ কিছু প্রেজেন্টেশন স্লাইড পেয়েছি পিডিএফ এর ওপর, বেশ কিছু টিউটোরিয়ালও পেয়েছি। আর মাইক্রোটিকের নিজস্ব রেফারেন্স গাইড পেয়েছি।
কিছু দিন আগে ইন্টারনেট ঘাটাঘাটি করতে গিয়ে দেখি মাইক্রোটিক এর ওপর একটি ইংরেজী ভার্সনে নতুন বই বের হয়েছে। বই এর নামঃ RouterOS by Example লিখেছেনঃ Stephen Discher, অরজিনাল লিংকঃ এখানে
আরে বাবা! এটা দেখি কিনতে হবে।
টাকা দিয়ে বই কিনবো? হা বই হলে কিনতাম, নীলখেত এ বইটি আসতে অনেক টাইম লাগবে। কিন্তু পিডিএফ কিনবো টাকা দিয়ে? মাথা খারাপ! আমার?
গুগলাইতে থাকলাম, টরেন্টে খুজে বইটিও পেয়ে গেলাম। দারুন বই। যারা মাইক্রোটিক এ নতুন ও এটি শিখতে চান বইটি নামিয়ে নিন।
বইটির সাইজঃ ১৩ এমবি।
টোটাল পেজঃ ২৬৯
অধ্যায়ঃ ১৮ টি।
ভাই, আমি নতুন তাই জানি না বই এর টরেন্ট লিংক দেয়া ঠিক হবে কিনা। তাই টরেন্ট লিংক দিলাম না। তবে যে টরেন্ট থেকে নামিয়েছি উক্ত টরেন্ট এ বইটির কি নামে আছে সেই নামটি দিয়ে দিচ্ছিঃ RouterOS by Example - Stephen Discher (ebook, azw3, mobi, pdf)
ভাই সিন্ধুক দিয়ে দিলাম। চাবিটা না হয় নিজেই খুজে নিন।
না পেলে আমাকে পিন দিয়েন। সহজ!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।