আমাদের কথা খুঁজে নিন

   

এই পৃথিবী একটা বিরাট আয়না! তুমি কৌতুক বললে সে হাসবে। তুমি তাকে কষ্ট দিলে সেও কষ্ট দিবে।

টাকার রোজগার না করতে হলে জীবনটা বেশ আশ্বিনের মিষ্টি রোদের সকালেরই মতো ধানী লাল ঘাসের মাঠে শিশির মাড়িয়ে আলতো সুখের পা ফেলে ফেলে হেঁটে বেড়িয়ে কাটিয়ে দিতাম....নদী থেকে নদীতে....মাঠ থেকে মাঠে....সকাল থেকে সন্ধ্যে :] এক কৃষক এক রুটি ওয়ালার কাছে এক পাউন্ড মাখন বিক্রি করেছিল। রুটিওয়ালা মাখনটা মেপে দেখল যে, সেটি এক পাউন্ডের চেয়েও কম। রেগে গিয়ে সে কাজীর দরবারে নালিশ জানালো। কাজী কৃষককে জিজ্ঞাসা করলেন কৃষক কোনো দাঁড়িপাল্লা ব্যবহার করেছে কি-না। কৃষক জবাব দিলো, হুজুর আমি পুরনো দিনের লোক, আমার দাঁড়িপাল্লা আছে কিন্তু বাটখারা নাই।

তাহলে তুমি মাখন মাপলে কী করে? চাষী জবাব দিলো ঘন্টা খানেক আগেই ঐ রুটিওয়ালার কাছ থেকে একটি এক পাউন্ড ওজনের রুটি কিনেছিলাম। এক পাল্লায় রুটি উঠিয়েছিলাম অন্য পাল্লায় মাখন। এখণ মাখন যদি ওজনে কম হয়। তাহলে ঐ রুটিই ওজনে কম ছিলো। .............................................................................................. এক বালক তার মায়ের সাথে রাগ করে চেচিয়ে বলল ‘আমি তোমাকে ঘৃনা করি’।

এই বলে সে মায়ের উপর রাগ করে বাড়ি থেকে পালিয়ে গেল এক নির্জন পাহাড়ে। সে সেখানে গিয়েও চেচিয়ে বলল ‘আমি তোমাকে ঘৃণা করি’। পাহাড় থেকে প্রতিধ্বনি এলো ‘আমি তোমাকে ঘৃনা করি’। বালকটি ভয় পেয়ে দিলো দৌড়। ফিরে এলো মায়ের কাছে।

মা আবার তাকে নিয়ে গেলেন সেই পর্বতে। আবার বলতে বললেন-বলো, ‘আমি তোমাকে ভালোবাসি’। তখণ পাহাড় থেকেও প্রতিধ্বনি এলো, ‘আমি তোমাকে ভালোবাসি’। গল্প দুটির থিম কিন্ত একই। এই পৃথিবী একটা বিরাট আয়না।

তুমি কৌতুক বললে সে হাসবে। তুমি তাকে কষ্ট দিলে সেও কষ্ট দিবে। তবে তার দেওয়া কষ্টটা হবে ভয়ংকর। কেননা সে তো শিখেছে তোমার কাছ থেকেই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।