আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনার ৬৭তম জন্মদিন আজ

তুমি সুবিধার জন্য ব্যালেন্স করে চলতে পছন্দ করো, তাই নীতির সাথে আপোষ করতে তোমার আর বাধে না। আমি পারি না বলে আমার কাছের মানুষগুলো ও অনেক সময় পর হয়ে যায়। নেহায়েৎ আপন স্বার্থে তুমি তোমার উপকারীর শত্রুর সাথে সখ্যতা রেখে চলো, পাছে ভুলে যেতে থাকো তোমার উপকা

মানুষও তাঁকে ভালবাসে। সোস্যালফিকশনের মতই গফরগাঁও’র বিত্তহীন রিকশাচালক হাসমত আলী মৃত্যুর আগে একখণ্ড জমি ওয়ারিশদের না দিয়ে বঙ্গবন্ধুর এই সব হারানো উত্তরসূরীকে দলিল করে দিয়ে যান অমোঘ ভালবাসার টানে। যা সংবাদপত্রের অনুসন্ধানী প্রতিবেদনেই তিনি জানতে পারেন ০২জুন ২০১০। আর্তমানবতার প্রতি মমত্ববোধের জন্যই হবিগঞ্জের চুনারুঘাটের পঞ্চাশ হাজার চা শ্রমিক গত ০৩জুলাই, প্রত্যেকে মাসে আটআনা করে দীর্ঘ দু’বছর সঞ্চয়ের পর একজোড়া সোনারবালা গড়ে গণভবনে নিয়ে আসেন। এ ছিল শেখ হাসিনার প্রতি তাদের হৃদয় নিংড়ানো ভালবাসার স্মারক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।