আমাদের কথা খুঁজে নিন

   

চার দেশের নির্বাচনকালীন সরকার ব্যবস্থা জেনে করবেটা কি সরকার??

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

সরকার নির্বাচনকালীন সরকার-ব্যবস্থা জানার জন্য চিঠি দিয়েছে সরকার । তিনি গবেষণা করে দেখবেন ভারত, ইউকে, কানাডা, জাপানের মত দেশে কিভাবে দলীয় সরকার নির্বাচনের সময় কাজ করে ক্ষমতা হস্তান্তর কিভাবে করে । মানে একেবারে কেম্নে কি?? >>>সূত্র তা এসব জেনে সরকারের কি লাভ? সে দেশে তো কোনো সাংসদ বলে না যে, ৩০ এমপির বিরোধী দলের কথায় কিছু এসে যায় না । >>>সূত্র সেইসব দেশে সরকার আর বিরোধী দল একটা টিমের মত কাজ করে । আমাদের মত কথা কাটাকাটি, হাতাহাতি, গালি-গালাজ তাদের ভিতরেও হয় ।

তয়, তারা বিরোধী দলের নেতাদের পিটায়া লুলা বানায়া দেয় না । মামলা বাজী করে না । আর সে দেশে নেতারা রাস্তায় নাইমা গাড়ি বন্ধ কইরা হরতালও করে না । কারণ, বিরোধী দলেরও সংসদে কথা বলার সমান সুযোগ থাকে । সেসব দেশে আমাদের সংসদের মত "হা" আর "না" চলে না ।

সব সাংসদ নিজে নিজের ভোট দেয়, তারপর সেই ভোটের মাধ্যমে আইন পাশ হয় । কোনো কোনো দেশে শুধু পাশ হইলেই হয় না, সেটা আবার উচ্চকক্ষে পাশ হইতে হয় । আমাদের সংসদে দলের বিপক্ষে গিয়া কেউ "না" বললেই তার কপালে আছে "শনি" । তারাও দূর্নীতি করে, কিন্তু এমন পর্যায়ের দূর্নীতি করে না যার জন্য পদ্মাসেতুর মত প্রকল্প বন্ধ হইয়া যায় । তারা বিদেশীদের নিজের দেশের প্রকৃতিকে ইজারা দিয়া রামপাল বিদ্যুৎ-কেন্দ্র বানায় না ।

জানেন তো, এই প্রকল্প খোদ ভারত মাতা তার নিজের দেশে অনুমোদন দেয় নাই । আমরা এতটাই উদার !! আমাদের উদারতার প্রমাণ নিচের লিঙ্কে হাল্কাভাবে হয়তো পাইতে পারেন । >>>ফ্লাইওভার নির্মাণব্যয়ে শীর্ষস্থানে বাংলাদেশ! এতকিছু অমিল যেইখানে, সেখানে তাদের নির্বাচন ব্যবস্থার সাথে আমাদেরটা মিলায়া সরকার কি করতে চায়? সবকিছু যখন আমাদের নিজস্ব নিয়মে চলে, সরকার ব্যবস্থাও আমাদের নিয়মেই চলবে । অন্যের ধার করলে খেলুম না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।