কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ
বাংলাদেশের নারীরা চলচ্চিত্র নির্মাণ করেন সে বহুদিন আগে থেকেই। স্বাধীনতার আগে ষাটের দশকের শেষ প্রান্তে এসে 'বিন্দু থেকে বৃত্ত' নির্মাণ করলেন রেবেকা। শুরু হল এই ভূ-ভাগের নারীদের নির্মাতা হয়ে চলচ্চিত্রযাত্রা ... আমরা জানি চলচ্চিত্রকারের যাত্রাপথ কঠিন এবং জটিল... সেখানে একজন নারীর চলচ্চিত্র নির্মাতার যাত্রাপথ কঠিনতর, তবুও এই উজানপথে যাঁরা যাত্রা করেছেন অথবা করছেন ক্লান্তিহীনভাবে... তাদের চলচ্চিত্র নিয়ে একটি উৎসব আয়োজন করতে যাচ্ছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী। স্বাধীনতার পূর্ব থেকে আজ অব্দি যে নারীরা চলচ্চিত্র নির্মাণে ব্রতী হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা অন্তহীন। 'নারী চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র উৎসব ২০১৩'-এর উদ্বোধনী দিনে সংবর্ধনা জানানো হবে এই চলচ্চিত্রকারদের।
'নারী চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র উৎসব ২০১৩' হবে ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৬ অক্টোবর, রবিবার, সন্ধ্যা ৬টায়... বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে...
আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় 'নারী চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র উৎসব ২০১৩' উৎসবমুখর হয়ে উঠবে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।