আমাদের কথা খুঁজে নিন

   

" ফেরা "



লাল কমল - সবুজ পাতা, স্নিগ্ধ সকাল বেলা । ঘুম ভাংগা চোখ, তবুও আমার প্রতীক্ষা শেষের বেলা । হাজারটা রাত, ক্লান্ত বিকেল, ব্যস্ত দুপুর শেষে যাচ্ছি আমি, খুজঁতে যে সুখ তোমার আচঁল তলে । জীবনতো ন্য়, যেন ভুট্টার খই, প্রতি নিয়ত ফুটছে । প্রতিযোগিতার এই বাজারে দম ঘুটে মরছে । কখনও বা আবার সে ডাংগুলি খেলছে । ব্যবসার খাতাতে ধরুক আগুন, কত মাস চলে গেছে, জুলাই ও জুন । হিসেব -নিকেশ এবার দেব আমি চুকিয়ে, কান্না-দু্ঃখ-যন্ত্রণা সব কিছু লুকিয়ে, মা গো !!! ফিরব বাড়ি আমি, এসেছি যে বেড়িয়ে । ফিরব আমি !! ফিরব বাড়ি !! সব বাধাঁ পেড়িয়ে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।