আমাদের কথা খুঁজে নিন

   

আলো-ছায়া-নেশা ২

'-'

শহুরে উপত্যকায় কৌনিক গতিপথ- অবলীলায় ভালবাসার বিভ্রম; সোডিয়াম জোনাকীরা হলদে আলোতে পথ হারায় ধূসর নিকোটিন অবেলায় আত্মমগ্ন- খানিকটা ঝাপসা আবেগ মনে হয় ছিল, ছিলনা চোখের আড়ালে? আর কিছুটা ভাঙ্গা স্মৃতি? শরতের অমানিশায় আবারও সেই দোতলা বাড়ি, আঙ্গুলের পাহাড়ায় ধোঁয়া-গল্প-ঝলমলে রাত, অথচ কয়েকজনের বদলে একলা বৃষ্টিকণা! তবুও রঙ আছে,একা হলেও তবে স্বার্থপর রঙটা আজ সাদা-কালো! তারা প্রতিফলিত অজস্র পুরোনো রঙিন গল্পে, বিষাক্ত ফড়িঙের গর্জনে! বাস্তবিক ছায়াপথ পেরিয়ে আবারও বলতে ইচ্ছে করে, হাতে কয়েক পেগ- কিছু স্তব্ধতা, কিছুটা অপভ্রংশ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।