রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভনেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। শেখ হাসিনাই সরকার প্রধান থাকবেন। এতে কোনো সংশয় নেই। এটা স্পষ্ট। ”
সংবিধানের ৫৭(৩) ধারা উল্লেখ করে সাবেক এই স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সংবিধানে যা লেখা আছে- তাই হবে।
সংবিধানের ওই ধারায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল থাকবেন।
নাসিম বলেন, “সংবিধান মানা সকলের দায়িত্ব। আমরা সংবিধান মেনেই নির্বাচন করতে চাই। ”
তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়ায় আগামী ২৪ জানুয়ারির মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনেই দশম সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর বিরোধিতা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে বিরোধী দল বিএনপি।
এ বিষয়ে ক্ষমতাসীন দলের নেতা নাসিম বলেন, “সংসদ চলছে। বিরোধীদল যদি মনে করে- তাদের কোনো দ্বিমত আছে, তাহলে তারা সংসদে গিয়ে তা তুলে ধরতে পারে। ”
‘সত্যিকার অর্থে’ সঙ্কটের সমাধান চাইলে বিরোধী দলকে সংসদে যাওয়ার আহ্বান জানান নাসিম।
আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চাইছে- বিরোধী দলের এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, তেমন কোনো ইচ্ছা তার দলের নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।