আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টার-লাৎসিওর হোঁচট

ছয় ম্যাচ থেকে ইন্টারের ১৪ আর লাৎসিওর ১০ পয়েন্ট। ক্যালিয়ারির মাঠে ৭৫ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরি ইকার্দোর গোলে এগিয়ে যায় ইন্টার। ৮ মিনিট পর স্বাগতিকদের সমতায় ফেরান বেলজিয়ান মিডফিল্ডার রাদজা নাইনগোলান। সাসসুয়োলোর মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি লাৎসিও। গোলশূন্য প্রথমার্ধের পর ৫০ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার আন্দ্রে দিয়াস এবং ৫৪ মিনিটে মিডফিল্ডার আন্তনিও কান্দ্রেভা ২-০ গোলে এগিয়ে দেন অতিথিদের। ২-০ হওয়ায় দুই মিনিট পরেই ব্যবধান কমান মিডফিল্ডার এজেকুইয়েল শেলেত্তো। ৭৭ মিনিটে স্ট্রাইকার আন্তনিও ফ্লোরো ফ্লোরেসের গোলে সমতায় ফেরে স্বাগতিক দল। সেরি-আ’র অন্যান্য ম্যাচে আতালান্তা ২-০ গোলে উদিনেজেকে, হেলাস ভেরোনা ২-১ গোলে লিভোরনোকে এবং কাতানিয়া ২-০ গোলে শিয়েভোকে হারিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।