বাঙলা কবিতা .............. তোমাদের জন্য, যারা নির্বাসিত হয়ে পড়ছো অথচ মাতৃমৃত্তিকা চুপ বাড়িয়ে দিচ্ছে না তার মমতার হাতও; তোমাদের জন্য, যাদের জামা আঁকড়ে ধরেছিলো স্বদেশ কিন্তু পরিধান পাল্টে নির্বাসনের দিকেই এই অভিযাত্রা; গেয়ে উঠলো ক্ষুদে এক টুনটুনি আকৃতিরও অধিক সেই দীর্ঘ কণ্ঠস্বর কেননা, ওর কণ্ঠনালীতে লুকিয়ে আছে বিপুল পরিসর বায়ুথলি। ত্রিবিধ হাওয়া ও বাতাসের দিনে, আজ যদি বেজে উঠি, ভেবো না যে, অযথা চেঁচিয়ে উঠলো ট্রাফিক-হুইসেল! যে-বাঁশি বাহিরে বাজে, অন্তরেও বাজে। ..............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।