কলম তুমি গর্জে ওঠ, কামান হয়ে ঝরাও ফুল, আর দেরী নয়, এইতো সময়, বজ্র নাদে ভাঙ্গাও ঘুম ! আঁধার রাতের অন্ধকারে, কাপুরুষ কিছু অস্ত্র হাতে, রক্ত ঝরায়, রক্ত ঝরায় ... আস্তিক নাকি নাস্তিক নাকি হিন্দু নাকি মুসলিম ??!! জানবার নেই, মানুষ আমরা, আমাদেরই ভাই । জাগো ভাই আমরা সবাই কলমধারী, চাপাতি কোন জাত চেনেনা জানোতো বুঝি ? অপর রক্তে আজ যদি দাও তালি তবে রেখ মনে, একদিন এই খড়্গ তোমার কল্লাও নেবেই নেবে । কলম তুমি শান্তি ছড়াও, শান্তি মাখাও, শান্তি ওড়াও, ‘আমরা মানুষ, বুনো পশু নই’ – এই কথা কও, এই গান গাও, এই বোধটুকু দাও .....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।