আমাদের কথা খুঁজে নিন

   

দুই মাস পর আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি শুরু

প্রায় দুই মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে থেকে মাছ রফতানি শুরু হয়েছে। ভারতে ডলারের দাম কমে যাওয়া, মাছের চাহিদা বৃদ্ধিসহ বিভিন্ন কারণে ব্যবসায়ীরা মাছ রফতানি শুরু করেছেন।

কাস্টমস ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, নিরালা সি ফুড লিমিটেড ও মেসার্স অর্পিতার ইনভয়েসে এবং ইস্টার্ন সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে ১৫ হাজার ৯৫০ কেজি মাছ ভারতে রফতানি হয়। রফতানিকৃত মাছের মূল্য প্রায় ৩১ হাজার ৯০০ ডলার।

জানা যায়, ভারতে রুপির সঙ্গে ডলারের মূল্যের ঊর্ধ্বগতি এবং চোরাই পথে মাছ যাওয়ার কারণে ভারতীয় আমদানিকারকরা আমদানি বন্ধ রাখেন। বর্তমানে ত্রিপুরার বাজারে মাছের চাহিদা বাড়ায় এবং ভারতীয় ব্যবসায়ীরা এখন মাছ আমদানি করতে উৎসাহী হয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।