আমাদের কথা খুঁজে নিন

   

শত কোটি লোকসান ব্ল্যাকবেরির

সংবাদ সংস্থা রয়টার্স ও ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ পৃথক প্রতিবেদনে জানিয়েছে, ৩১ অগাস্ট শেষ হওয়া প্রান্তিকে প্রায় একশ’ কোটি ডলার আর্থিক লোকসান হয়েছে ব্ল্যাকবেরির।
হিসাবে দেখা গেছে, গত প্রান্তিকে ৯৬ কোটি ৫০ লাখ ডলার আর্থিক ক্ষতি হয়েছে ব্ল্যাকবেরির। প্রতিষ্ঠানটির রাজ¯^ গত বছরের একই প্রান্তিকের চেয়ে ৪৯ ভাগ কমে ৩১০ কোটি থেকে ২৯০ কোটি ডলারে নেমে আসে।
এর আগে সম্ভাব্য আর্থিক ক্ষতি কমাতে ব্ল্যাকবেরি নিয়ে আসে জেড ১০ স্মার্টফোন। তাতেও তেমন সাফল্য পায়নি প্রতিষ্ঠানটি।
ক্রমাগত আর্থিক লোকসানের মুখে ব্ল্যাকবেরি চারহাজার পাঁচশ’ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
এদিকে মাত্র নয় ডলারে ব্ল্যাকবেরির পাবলিক শেয়ার কেনার কথা জানিয়েছে প্রাইভেট ইক্যুইটি কনসোর্টিয়াম ফেয়ারফ্যাক্স ফিন্যান্সিয়াল। ব্ল্যাকবেরির মোট শেয়ারের ১০ ভাগের মালিক ফেয়ারফ্যাক্স।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।