আসুন আমরা ২টি ভারী বস্তু আল্লাহর কুরান ও রাসুলের(সাঃ) পরিবারকে(আঃ) অনুসরন করি।
আবু মুছা(রাঃ) প্রস্রাবের সময় অতিমাত্রায় সতর্কতা অবলম্বন করিতেন(এমনকি প্রস্রাবের সুক্ষ্ণ ছিটা হইতে বাচিবার জন্য বোতলে প্রস্রাব করিতেন)।হোযায়ফা বলিলেন,সতর্কতা অবলম্বনের সীমা অতিক্রম না করাই উত্তম।আমি রাসুলাল্লাহকে(সাঃ) দেখিয়াছি,রাসুল(সাঃ) আবর্জনা ফেলিবার স্থানে দাড়াইয়া প্রস্রাব করিলেন (বুখারী,হাদিস # ১৬৫,প্রকাশকঃহামিদিয়া লাইব্রেরী,১৯৫৭ সাল)
সুপ্রিয় পাঠকগন, কেউ কি কোরান থেকে প্রমান করতে পারবেন যে, রাসুল(সা দাড়াইয়া প্রস্রাব করিতেন? কোন হাদিস সত্য বা মিথ্যা সে ব্যাপারে রাসুল(সাঃ) বলিয়াছেন,যে হাদিসটি কোরানের আয়াতকে সমর্থন করে না,সেটি মিথ্যা হাদিস। কেউ কি কোরান ঠেকে প্রমান করতে পারবেন রাসুল(সাঃ) দাড়াইয়া প্রস্রাব করতেন? তাই আসুন,আমরা বুখারী শরীফের সত্য হাদিস গ্রহন করি,মিথ্যা হাদিস টয়লেটে ঢিলা কুলুখের সঙ্গে ত্যাগ করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।