আমাদের কথা খুঁজে নিন

   

ஜ۩۩ஜ বাবা, তুমি কোথায়? তুমি কখন আসবে? ஜ۩۩ஜ

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
রাজধানীর কমলাপুর রেলবস্তির পাশে কাজের ফাঁকে পড়াশোনা করছে কন্যাশিশুরা। ছবি: সাবিনা ইয়াসমিন ========================================== --------------------আমার কন্যা কথা--------------- আমার প্রোফাইলে নাকি শুধু তার ছবিই দিতে হবে। তাই তার অনুরোধে আমার ছবিটা সরিয়ে ফেলেছি। ইদানিং আমার কন্যা তার বড় আব্বুর আইফোনে ফেইস বুকে তার ছবি দেখে।

আর আমাকে বলে......বাবা,,, আমার জন্য টাচ স্ক্রিন মোবাইল আনবে, আইফোন আনবে, ভিডিও গেমস আনবে................আরো বলে বাবা, তুমি কোথায়? তুমি কখন আসবে? আমি তার কথার কোন উত্তর দিতে পারি না--------------কারন আমি যে প্রবাসী----------------- আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে, ‘কন্যা মানেই বোঝা নয়, করবে তারা বিশ্ব জয়’। আমার কন্যা জারিফা আমরিন দুনিয়াতও আখিরাত জয় করবে ইনশাআল্লাহ। আমি প্রতিদিন আমার কন্যার জন্য দোয়া করি। আপনানাও এই ছোট সুইট মেয়েটির জন্য দোয়া করবেন।

ইতি, কন্যা পাগল প্রবাসী-------------------পিতা------- ৩০.০৯.২০১৩ ইং
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।