আমাদের কথা খুঁজে নিন

   

অথচ মানুষের দায় এড়াতেই তো জন্ম হয়েছিলো মানুষের !!



অথচ মানুষের দায় এড়াতেই তো জন্ম হয়েছিলো মানুষের !! কী আর দেবে ! না হয় দেবে চারটি গোলাপ__ প্রমিত বাংলার প্রাঞ্জল বাক্যের ভালোবাসা__ না হয় এক বর্ষার রাত্রি দেবে ; দেবে রাতের আবেশ__তোমার বুকের থেকে উষ্ণ কবিতার ছন্দ দেবে__ না হয় বাতাস বইবে মুদমন্দ। যে দিন চলে গেছে__তাকে বলো ফিরিয়ে দিতে পারবে__? পারবে নীলফড়িং আর প্রজাপতি দিনগুলো দিতে আমায় ? ভালোবাসার নামে যে কষ্ট কষ্ট কথা বলে তুষের আগুনে যে মন করেছো দহন তা কী করে তুমি অহমে ঋদ্ধ করাতে পারবে ? সয়ে সয়ে আজ নিরেট পাথর হয়েছি চোখের সামনে তরতর করে মানুষ মরে গেলে মায়া হয় না আজ__ মানুষের জন্য আজ কোনো দুঃখ হয় না ; সিটিবাসে ভিখেরির কাকুতি শুনেও আজকাল করুণা জাগেনা আমার। এত সহজেই কীভাবে পাষাণ হয়ে গেলাম__ অথচ মানুষের দায় এড়াতেই তো জন্ম হয়েছিলো মানুষের !! ৩০.০৯.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।