নানা সমস্যার কারণে অনেকসময় অপারেটিং সিস্টেম কম্পিউটার চালু করতে পারে না। অপারেটিং সিস্টেম কম্পিউটার চালু করতে না পারলে চালু করানোর (বুটেবল) সিডি বা ডিভিডির দরকার পরে। কিন্তু নেটবুক কম্পিউটারে সিডি-রম বা ডিভিডি-রম ড্রাইভ থাকে না। আবার কম্পিউটারে এই ড্রাইভ নষ্টও থাকতে পারে। তাই পেনড্রাইভকে কম্পিউটার চালানোর ‘বুটেবল ড্রাইভ’ হিসেবে ব্যবহার করা হয়।
এই বুটেবল পেনড্রাইভে অপারেটিংসিস্টেম ভরা থাকলে দরকারে এটি দিয়ে কম্পিউটার চালু করে অপারেটিং সিস্টেম ইনস্টল করে নেওয়া যায়।
এ জন্য প্রথমে যে পেনড্রাইভকে বুটেবল করতে চান, সেটি কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগান। রানে গিয়ে লিখুন cmd এবং এন্টার করুন। লিখুন diskpart এবং এখানে list disk লিখে এন্টার করুন। কম্পিউটারের পেনড্রাইভের Index নম্বরসহ দেখাবে।
এবার লিখুন Select disk (Index number)। আপনার পেনড্রাইভ যদি ১ হয়, তাহলে লিখুন Select disk 1 এবং Clean লিখে এন্টার করুন। এবার লিখুন Create partition primary এবং Select partition 1 লিখে এন্টার দিন। এরপর Active লিখে এন্টার করে পেনড্রাইভ ফরম্যাট করতে Format FS=NTFS দিন। আপনার পেনড্রাইভ ফরম্যাট হতে যেটুকু সময় লাগবে ততক্ষণ অপেক্ষা করুন।
এবারে Assign লিখে এন্টার দিলেই আপনার কাজ শেষ এবং Exit লিখে বেরিয়ে আসুন। আপনার পেনড্রাইভটি বুটেবল হয়ে যাবে। —মো. ফিরোজ আহমেদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।