আমাদের কথা খুঁজে নিন

   

এই ঈদেও বর্ণিল পোশাক

এই ঈদে পোশাকের আয়োজন খুব বেশি না থাকলেও শিশুদের তো নতুন পোশাক চাই-ই। দেখে নিন তাদের জন্য এবারকার আয়োজন।

আড়ংয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা তাসনিম হোসেন বলেন, শিশুদের ক্ষেত্রে মেয়েদের সালোয়ার-কামিজ আর ছেলেদের পাঞ্জাবি এখন ঈদের প্রধান পোশাক হয়ে উঠেছে।

যাত্রার ডিজাইনার দলের পক্ষ থেকে ঊর্মিলা শুক্লা বলেন, ‘শিশুদের পোশাকের ক্ষেত্রে আরামের দিকটিকে বরাবরের মতোই এবারের ঈদেও গুরুত্ব দেওয়া হয়েছে। সুতি-ভয়েল ও তাঁতের কাপড়ের ওপর ব্লক, টাইডাই, হাতের কাজে ফুটিয়ে তোলা হয়েছে ফুলের নকশা।

রঙের ক্ষেত্রেও প্রাধান্য পেয়েছে উজ্জ্বল ও হালকা রং। ’

টেক্সমার্টের ফ্যাশন ডিজাইনার তাসলিমা আক্তার বলেন, ‘ঈদের পরপরই শীতের সময়ের কথা ভেবে পাতলা থেকে হালকা ভারী পোশাকের সংগ্রহ করা হয়েছে। সুতি, টুইল কাপড়ের সঙ্গে এমব্রয়ডারি, অ্যাপ্লিকের কাজে আনা হয়েছে জমকালো ভাব। ’

ছেলেমেয়ে উভয় শিশুদের পোশাকের ক্ষেত্রেই প্রাধান্য পেয়েছে উজ্জ্বল রংগুলো। মেয়েশিশুদের ফ্রকে এবার লেইস, নেট আর সার্টিন ফিতার ব্যবহারের পাশাপাশি বাহারি বোতামও নজর কাড়বে।

সালোয়ার-কামিজের কাটেও এসেছে বৈচিত্র্য। নিচের দিকটা কোনোটার গোলাকৃতি হলেও কোনোটা আবার কোনা হয়ে গেছে। রংবেরঙের নকশা ফুটিয়ে তোলা হয়েছে টাইডাই, ব্লক, বাটিক আর হাতের কাজে। ফিতা আর ফুলের ছাপের রঙিন টপ আর স্কার্ট তো রয়েছেই।
মেয়েশিশুদের ফ্রক, সালোয়ার-কামিজ, টপ আর প্যান্টের পাশাপাশি রয়েছে ঘাগরা ধাঁচের শাড়ি।

মেয়েশিশুদের জন্য ঈদের দিনের জমকালো পোশাক হিসেবে বেছে নিতে পারেন সিল্ক, টিস্যু, কাতান ও মসলিনের ওপর কাজ করা সালোয়ার-কামিজ।
অথবা ফ্রিল ও লেইস বসানো জমকালো ফ্রক। ছেলেশিশুদের জন্য শেরওয়ানি কাটের পাঞ্জাবিতে করা হয়েছে কাতানের কাটওয়ার্ক।
কোনোটিতে করা হয়েছে এমব্রয়ডারি। সুতির তৈরি সাদামাটা রঙিন পাঞ্জাবিও রয়েছে।

এর সঙ্গে মানানসই হবে একরঙা সাদা কিংবা লাল-কালোর চুড়িদার। হালকা শীতে পরার উপযোগী হুডি জ্যাকেটের দেখাও পাবেন এবারের ঈদের বাজারে। সঙ্গে পাবেন ফুলহাতা শার্ট ও ফুল প্যান্টও। আড়ংয়ে পাবেন মেয়েশিশুদের ফ্রক, স্কার্ট, টপ, সালোয়ার, কামিজ। ছেলেশিশুদের জন্য আছে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, প্যান্ট।

সুতির হালকা কাজের পোশাকগুলো পাবেন ৩০০-১০০০ টাকায়। জমকালো পোশাকগুলো পাবেন ১০০০-১৮০০ টাকায়।
যাত্রায় পাবেন মেয়েশিশুদের সালোয়ার-কামিজ, তৈরি শাড়ি, ফতুয়া, ফ্রক, স্কার্ট ৪৫০-১৫০০ টাকায়। ছেলেশিশুদের পাঞ্জাবি, ফতুয়া, ট্রাউজার, শার্ট ৩৫০-১০০০ টাকায়। টেক্সমার্টে পাবেন ছেলেশিশুদের চেক ও স্ট্রাইপের শার্ট, পাঞ্জাবি, ডেনিম ও টুইল কাপড়ের প্যান্ট ৩৯৫-১০০০ টাকায়, মেয়েশিশুদের ফ্রক, টপ, স্কার্ট ৩৯৫-১২০০ টাকায়।

হুডি জ্যাকেট পাওয়া যাবে ১৩৫০-১৪০০ টাকায়। এ ছাড়া শিশুদের পছন্দ উপযোগী কার্টুন চরিত্র আঁকা ঈদের পোশাক পাবেন ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, রাপা প্লাজা, ইস্টার্ন প্লাজা, মেট্রো শপিংমল, সীমান্ত স্কয়ারে। ঘুরে আসতে পারেন বদরুদ্দোজা সুপার মার্কেটেও।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।