আমি জানি আপনি ভালো । কিন্তু আমি আপনার মত ভালো না ! কেন জানি মনে হয় আমি কারো যোগ্য না -
আজ ভালোবাসা বন্দী মানিব্যাগের ছোট্ট পকেটে ,
আজ ভালোবাসা বন্দী তোমার আমার রোম্যান্টিক কথার মায়া জালে ,
আজ ভালোবাসা বন্দী চেনা অচেনা সেই পার্কের ঝোপঝাড়ে ।
আজ ভালোবাসা বন্দী নামি দামী গাড়ির রং মাখা কাঁচ ফটকের অন্তরালে ,
আজ ভালোবাসা বন্দী অন্ধকার কোন রেস্টুরেন্টের বদ্ধ কেবিনে
আজ ভালোবাসা তোমার আমার ফোনের মেসেজ বক্সে ।
আজ ভালোবাসা বন্দী কথোপকথনে ।
আজ ভালোবাসা বন্দী উচ্ছলতায় , উন্মাদনায় ,
আজ ভালোবাসা বন্ধী তোমায় আমি ভালোবাসি এই একটি কথায় ___
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।