আমাদের কথা খুঁজে নিন

   

দেশ এবং পতিতা ।

কিছু বলার নাই । দেশের রাজনীতি নিয়ে কথা বলার অধিকার আমার নেই । কারন দেশের নাগরিত্বই এখনও পেলাম না । তবুও বলতে চাই সেই কুত্তর বাচ্চাদের যারা রাজনীতির নামে প্রতিদিন পতিতার ব্যবসা করে এই দেশে । দেশটির অর্থনীতি সব সকল কিছুকে তারা পতিতালয় মনে করে ।

মূল কথা হলো দেশটাকে পতিতালয় মনে করে তারা পতিতা হিসেবে কাজ করে । ভোটার আইডি প্রাপ্ত লোকদের তারা খদ্দর মনে করে তাদের রূপকে খুব সাজিয়ে উপস্থাপন করে । আর আইডি প্রাপ্তরাও লাইন ধরে বছরে একবার লাইন ধরে তাদেরকে সুন্দর করে *** দেয় । এরপর শুরু হয় ইনকাম । আর এই ইনকাম এত যে উনারা দেশের বাইরের লোকদের সাথেও কাম চালিয়ে যায় ।

‘ যখন সেইসব পতিতাদের টাকার অভাব হয় না , তখন বাজ্ঞালী ঠাটানো খদ্দররা এইসব মালকে আর কাছে পায় না । এরপর আবার তারা ভাবে , পাচ বছর কাটুক নতুন এক মাল আবার নিয়ে আসব । কিন্তু বারবার একই ঘটনার স্বীকার হয় দেশের জনগন । এই অবস্থায় দেশের পতিতা গুলো খুব সুন্দর ব্যবসায় চালিয়ে যায় ভিআইপি দেশের এবং দেশের বাইরের লোকদের সাথে । কিন্তু এদিকে আমরা তো উনাদের সব টাকা দিয়ে নিঃশ তাই বিয়া শাদি করিয়াও চিন্তা মুক্ত হতে পারিনা ।

আর আমরা তখন বুঝিতে পারি আমরা কোথায় ভুল গুলো করেছি । কিন্তু ভুল করলে কি হবে । পাচ বছর পর তো আবার আমরা অন্য পতিাতাকে নিয়ে আসি । মুক্তি চাই সকল পতিতাদের কাছ থেকে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।