বেশ কিছুদিন হলো আমি এই ব্লগে ঢ়ুকতেই পারছিলাম না। ঢ়ুকলেই শুধু দেখায় হালকা ব্লু পেজ। কোনো লেখা টেকা নেই। আমি বিভিন্নভাবে চেষ্টা করে ব্যার্থ হয়ে গত পরশু দিন নেট থেকে ইনফরমেশন নিয়ে ব্লগের অফিসে ফোন দেই। বিষয়টা তারা আমাকে পরে মেইল করে জানাবে বলেছিলো। এর মধ্যে আর ঢোকা হয়নি। আজকে আবিস্কার করলাম বিষয়টি।
যেজিনিসটি আগে আমরা দেখতাম উপরে একটা বড় করে সেল বাজারের এড. কিন্তু সেটা এখন দেখা যায় না, মাউসের হুইল ঘুরিয়ে পেজের নীচে আসলে মূল পেজটি দেখতে পাওয়া যায়। নিজে নিজেই বিষয়টা আবিস্কার করতে পেরে দুঃখও লাগছে আবার হাসিও পাচ্ছে
তবে বেশ কিছু বিষয়ে লেখার ইচ্ছা থাকলেও না লিখতে পেরে এখন অনেকটা আফসোস হচ্ছে। যেগুলো লিখতাম এখন আর সেগুলো মস্তিকে নেই
বিষয়টা কি শুধু আমি-ই বুঝতে পারিনি না-কি অন্য কেউও আছেন..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।