আমাদের কথা খুঁজে নিন

   

এখন সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যাপল

টেক জায়ান্ট অ্যাপল বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের তালিকার শীর্ষে অবস্থান করছে। ইন্টারব্র্যান্ড ২০১৩ গ্লোবাল ব্র্যান্ড র‌্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে।

দীর্ঘদিনের ‘ফার্স্ট বয়’ কোকাকোলাকে ছাড়িয়ে ব্র্যান্ডের দিক থেকে অ্যাপল এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড বলে এক প্রতিবেদনে জানিয়েছে, প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল।

বাজার গবেষণায় দেখা গেছে, টেক জায়ান্ট অ্যাপল প্রবৃদ্ধির দিক থেকে কোকাকোলাকে অতিক্রম করেছে। বর্তমানে অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু নয় হাজার আটশ’ ৩০ কোটি ডলার।

এদিকে কোকাকোলার ব্র্যান্ড ভ্যালু সাত হাজার নয়শ’ ২০ কোটি ডলার।

এবারের তালিকায় নয় হাজার তিনশ’ ত্রিশ কোটি ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সার্চ জায়ান্ট গুগল। আইবিএম-এর ব্র্যান্ড ভ্যালু সাত হাজার আটশ’ আশি কোটি ডলার, মাইক্রোসফট পাঁচ হাজার নয়শ’ ৫০ কোটি ডলার।

উল্লেখ্য, ২০০৮ সালে সেরা পণ্যের ব্র্যান্ডিংয়ের তালিকায় অ্যাপল ছিল অষ্টম স্থানে। তখন অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু ছিল তিন হাজার তিনশ’ কোটি ডলার।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।