আমাদের কথা খুঁজে নিন

   

এই দেশে কি মেধাবী পোলাপান নাই? এই দেশে কি উদ্যমী পোলাপান নাই? তারা কি খায় আর সাবিরুল কি খায়?

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

সাবিরুল এই দেশে থাকলে কি এতটা আগাইতে পারতো। এই দেশে কি মেধাবী পোলাপান নাই? এই দেশে কি উদ্যমী পোলাপান নাই? তারা কি খায় আর সাবিরুল কি খায়? তারা কতটুকু সুবিধা পায় আর সাবিরুল কতটুকু সুবিধা পাইছে? রাষ্ট্র সাবিরুলের পাশে কিভাবে দাড়াইছে আর আমাগো দেশের পোলাপানরে রাষ্ট্র কি ভাবে রাকছে? সব কথার শেষ কথা হইলো ভালো পরিবেশ, সুযোগ-সুবিধা, সাপোর্ট ইত্যাদি। আসলে এইটা তার নিজেকে প্রচার করা ছাড়া আর কিছুই না। সাবিরুল ওইদিন বললো, বাংলাদেশের সব সমস্যা নাকি তার কাছে সম্ভাবনা বলে মনে হয়। দয়া করে তারে জিগাবেন কোন সমস্যাকে সে সম্ভাবনা বলছে? এদেশে মেধাবী পোলাপান বহু আছে, তাদের ইনসপায়ার করার প্রয়োজন নাই, প্রয়োজন শুধু সুযোগের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।