যদি তোর ডাক শোনে কেও না আসে তবে একলা চলোরে
চরম হতাস কিছুদিন যাবত (৮/৯ মাস)। হতাসা কাটাতে মোটিভেসনাল ওয়ার্কশপ Attain করলাম কয়েকটা। কনোলাভ হয় নাই। ২/১ দিন এর হাওয়ার উপর ভাসি তারপরই ফুটুস।
হতাসার কারন হিসাব এ খুজে পেলাম তা হল দিন দিন অকর্মা হচ্ছি।
আমি সারা জীবনে এত আজাইরা ছিলাম না কোন দিন। থাকতে ভালো ও লাগে না। মাঝে মাঝে মনে হয় ২৪ বছর বয়সেই জব না করেই রিটার্ট অফিসার ।
আসল কথা বলি, কাজ করতে চাই। যে কোন ধরনের !!!
বঝেনই তো, গ্র্যাজুয়েট পোলা ! Freelancing এর বাপারে বলা যায় অনেক আগে থেকেই শুধু উৎসাহী ই ছিলাম না, অনেক আগে (২০১১) বিদেশ থেকে কিছু টাকা ও পাইসি আর কি ! কিন্তু নেট facility এর অভাব এ এখন রেগুলার করা যাচ্ছে না।
আর আগে খু-ব ই সামান্য ইনকাম করতাম এখন আর তাতে পোসাবে না। যার জন্য মনে হয় কাজ শিখা দরকার। কিন্তু প্রশ্ন আসে অনার্স , মাস্তার্স করে কি এখন আমার নতুন ট্র্যাক এ যাওয়া উচিৎ?
আর চাকরির এ মার্কেট এ ঢুঁকা খু-ব-উ কঠিন মনে লয়। তাও আবার lobbing ছাড়া ! যদি কোন সু-হৃদয়বাণ ভাই যে কোন একটা কাজ (ঢাকার ভেতর) বা সু-পরামর্শ দিতেন কৃতজ্ঞ থাকতাম ।
পড়ার জন্য অশেষ ধন্যবাদ !!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।