সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রিয়ান শিল্পী অ্যালেক্স কিসলিং বৃহস্পতিবার প্রথমবারের মতো ভিয়েনা, লন্ডন এবং বার্লিনে একযোগে অনুষ্ঠিতব্য এক চিত্রাংকনে দুটি শিল্পকারখানায় ব্যবহৃত রোবটের অংশগ্রহণের কথা জানিয়েছেন।
কিসলিং ছবি আঁকার কাজে একটি ইনফ্রারেড লাইট সেন্সর ব্যবহার করেন। এটি তার কলমের গতিবিধিকে অনুসরণ করে কৃত্রিম উপগ্রহের সাহায্যে লন্ডনের ট্রাফালগার স্কয়ার আর জার্মানির বার্লিনের একটি স্থানে থাকা রোবটের কাছে সংকেত পোঁছে দিচ্ছিল। রোবটগুলো ঠিক তার আঁকা ছবিগুলো হুবহু নকল করে।
৩৩ বছর বয়সী কিসলিং জানান, রোবট নিয়ে কাজ করতে গিয়ে নির্ভুল প্রযুক্তি আর সফটওয়ারের ব্যবহার নিশ্চিত করার জন্য তাকে ছয় মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।
এক সংবাদ সম্মেলনে কিসলিং বলেন, “এসব মেশিনের সঙ্গে কাজ করতে গিয়ে আমার অনুলিপি গঠনের চেয়ে, নিজের ক্লোনের সঙ্গে কাজ করছি বলেই বেশি মনে হয়েছে।”
কিসলিংয়ের চিত্রকলা একত্রে ভিয়েনা আর লন্ডনের এক প্রদর্শনীতে দেখা যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।