আমি জানিনা যে আমি জানিনা, আর আমি যে জানিনা আমি জানিনা সেটাও আমি জানিনা। অর্থাৎ আমি জানি যে আমি জানি, কিন্তু আসলে আমি জানিনা
কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম। ঘুরেছি অনেক জায়গাতেই, কিন্তু ছবি খুব বেশি তোলা হয়নি। তার মধ্যে বেছে কিছু দিলাম। প্রথম পর্বে থাকছে সিঙ্গাপুর জু তে তোলা কিছু ছবি।
১/ গুইসাপ রাস্তা পার হচ্ছে। এগুলো এক্সিবিট হিসাবে রাখা না, এমনি জু এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে
২/ সাদা বাঘ। সিঙ্গাপুর জু তে রয়্যাল বেঙ্গল টাইগার নাই। সাদা বাঘ, সিংহ, চিতা, চিতাবাঘ, পিউমা এমনকি একটা পোলার বেয়ার ও আছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার নাই
৩/
৪/চিতা।
প্রাণীদের সাথে দর্শনার্থীদের দূরত্ব বিপজ্জনক ভাবে কম।
ছবিতে যেটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তারপরও কয়েকটা ছবি দিচ্ছি
৫/ মাঝখানে কিছু নাই
৬/
৭/
ক্যাঙ্গারুর ক্ষেত্রে নাহয় মেনে নিলাম, কিন্তু গন্ডার কেও এভাবে রেখেছে !
৮/ এখানেও, মাঝখানে কিছু নাই।
৯/
১০/মাদাগাস্কার যারা দেখেছেন তারা নিশ্চই ব্যাটাকে চিনতে পেরেছেন। ছবি তোলার পরপরও একটা লাফ দিয়ে এদিকে চলে আসে।
১১/
১২/ দার্শনিক পোজ
১৩/ বাদুর।
৭/৮ ফিট দূরত্বে
১৪/ বিশাল সাইজের কচ্ছপ
১৫/ কৌতুহলী জিরাফ
১৬/ সবশেষে, একটা কোমাডো ড্রাগন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।