আমাদের কথা খুঁজে নিন

   

ছবির মধ্যে ফাইল লুকিয়ে রাখুন

গোপনীয়তার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ফাইল লুকানোর প্রয়োজন হতে পারে। চাইলেই যেকোনো ছবির মধ্যে ফাইলটি লুকিয়ে রাখা যায়। এ ক্ষেত্রে যে ফাইলটি লুকাবেন সেটি, যেকোনো ছবি এবং উইনরার সফটওয়্যার প্রয়োজন পড়বে। উইনরার সফটওয়্যারটি http://goo.gl/jDxqw ঠিকানা থেকে নামিয়ে নিয়ে ইনস্টল করে নিন। ভিডিও ফাইল হলে abc.mp4 এবং photo.jpg ফাইল দুটিকে কপি করে D: ড্রাইভে রেখে দিন।

এবার যদি abc.mp4 ফাইলটি ছবির মধ্যে লুকিয়ে রাখতে মাউসে রাইট ক্লিক করে add to archive নির্বাচন করুন। নতুন উইন্ডোজ আসলে archive name এ abc.mp4.rar লিখে OK করুন। এবার Run এ যেয়ে cmd লিখে এন্টার করুন। কমান্ড প্রমট ওপেন হলে D: লিখে এন্টার দিন। এখন copy /b photo.jpg+ abc.mp4.rar xyz.jpg লিখে enter দিন।

দেখবেন D: ড্রাইভে xyz.jpg নামে নতুন ফাইল তৈরি হবে। এই ফাইলের মধ্যে abc.mp৪ নামের ভিডিও ফাইলটি লুকানো আছে। মূল ফাইলটি দেখতে হলে রাইট বাটন ক্লিক করে open with থেকে উইনরার সফটওয়্যার নির্বাচন করে খুলতে হবে। সুত্র:প্রথম আলো অনলাইন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.