মিয়ানমারের রাখাইন প্রদেশে উগ্র বৌদ্ধদের বর্বরোচিত হামলায় পাঁচজন মুসলমান নিহত হওয়ার পর মুসলিম এলাকাগুলোতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় তাদের জানমাল রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুসলিম নেতারা। মঙ্গলবার উগ্র বৌদ্ধদের নতুন করে শুরু করা দাঙ্গায় অন্তত পাঁচ মুসলমান নিহত হন। শত শত উগ্র বৌদ্ধের হামলায় এসব হতভাগ্য মুসলমান নিহত হয়েছেন বলে গতকাল দেশটির পুলিশ জানিয়েছে। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবারের হামলায় নিহত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। রাখাইন প্রদেশের থাবিউচাইং এলাকায় নিহতদের এ সংখ্যা নিশ্চিত করেছেন একজন মুসলিম গ্রামপ্রধান। আল জাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।