আমাদের কথা খুঁজে নিন

   

৩ মাসে রেমিট্যান্স কমেছে ৮.১১%

গত ৩ মাসে দেশের রেমিট্যান্স কমেছে ৮.১১%। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম তিন (জুলাই-সেপ্টেম্বর) মাসে এ পরিমান রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি কমেছে। এর মধ্যে গত মাসেই (সেপ্টেম্বর) কমেছে প্রায় ১৩ শতাংশ। এ মাসে রেমিট্যান্স এসেছে আগের বছরের সেপ্টেম্বরের চেয়ে ১৫ কোটি ২৮ লাখ মার্কিন ডলার কম।

পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছে ৩২৭ কোটি ৪০ হাজার ডলার।

অথচ গত ২০১২-১৩ অর্থবছরের প্রথম তিন মাসে এসেছিল ৩৫৫ কোটি ৯১ লাখ ডলার। অর্থাৎ আগের অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স কমেছে ২৮ কোটি ৮৭ লাখ ডলার বা ৮ দশমিক ১১ শতাংশ।

চলতি বছরের আগস্টে রেমিটেন্স এসেছে ১০০ কোটি ৫৮ লাখ ডলার। গত অর্থবছরের আগস্টে এসেছিল ১১৭ কোটি ৮৬ লাখ ডলার। এক্ষেত্রে একই সময়ে রেমিট্যান্স কমেছে প্রায় ১৭ কোটি ডলার।

আর এ বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১২৩ কোটি ৮৩ লাখ ডলার। যা গত অর্থবছরের একই মাসে এসেছিল ১২০ কেটি ১১ লাখ ডলার। এসময়েও রেমিট্যান্স কমেছে ৩ কোটি ৭২ লাখ ডলার।

রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার কারণ হিসেবে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা। এ ছাড়া বিনিয়োগ চাহিদা না থাকায় ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হয়ে উঠছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।