আমাদের কথা খুঁজে নিন

   

বরগুনা-২ উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় চার হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে থাকছে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোট ১৯টি ভ্রাম্যমাণ আদালত।

এ নির্বাচনে মোট দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। পাথরঘাটার উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে শওকত হাচানুর রহমান রিমন লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী হয়ে। অপরদিকে সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন।

ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মোট ৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্য গোলাম সবুর টুলু মারা গেলে আসনটি শূন্য হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।