ফাইল ছবি সিলেট রেল স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মোগলাবাজার ও ফেঞ্চুগঞ্জের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ফাইল ছবি
ফলে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
লাইন বন্ধ থাকায় চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস যাত্রী নিয়ে সিলেট রেলস্টেশনে আটকা পড়ে।
পরে কুলাউড়া থেকে টুলভ্যান ও সিলেট থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ওয়াগন সরিয়ে নেয়ার পর বেলা আড়াইটার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে আবুল কালাম আজাদ জানান।
তিনি বলেন, লাইন খোলার পর সিলেট স্টেশনে আটকা পড়া পাহাড়িকা এক্সপ্রেস চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।