রায় ‘ফাঁস’ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।
ঊর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় যে কম্পিউটারে লেখা হয়েছিল, সেটি জব্দ করা হয়েছে। রায়ের ড্রাফট কম্পোজের কাজে যারা জড়িত ছিল, তাদের সঙ্গে কথা বলাও হয়েছে।”
এই কম্পিটার থেকেই কোনোভাবে রায়ের খসড়া ফাঁস হয়েছিল বলে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, যা একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়।
গত মঙ্গলবার রায়ের পর ওয়েবসাইট থেকে নেয়া প্রিন্ট সাংবাদিকদের দেখিয়ে সালাউদ্দিন কাদেরের স্ত্রী ফরহাত কাদের এই বিচার নিয়ে প্রশ্ন তোলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।