ঈদের কাজের কি অবস্থা?
আমি ঈদে খুব কম অনুষ্ঠানে কাজ করি। তবে এবার এশিয়ান টিভি চ্যানেলের জন্য একটি মিউজিক্যাল অনুষ্ঠানে গান করেছি। অনুষ্ঠানটি আমার কাছে মনে হয়েছে অন্য সব অনুষ্ঠানগুলো থেকে একটু আলাদা। সব মিলিয়ে আমি আশাবাদী এই মিউজিক্যাল অনুষ্ঠানটি ঈদে দর্শকদের নজর কাড়বে।
অ্যালবামের কি খবর?
পুরনো গানের পাশাপাশি আমি একটি নতুন অ্যালবামের কাজও শুরু করেছিলাম।
কিন্তু নানা ব্যস্ততার কারণে কাজগুলো শেষ করতে পারছি না। আমার গাওয়া পুরনো গানগুলো নিয়ে দুটি অ্যালবাম প্রকাশ করর একটি প্ল্যান ছিল। এ দুই অ্যালবামে আমার ২৫টি জনপ্রিয় গান থাকবে।
অনেকেই তার পুরনো গানগুলো শুনতে চান। ভক্ত-শ্রোতাদের কথা বিবেচনা করেই অ্যালবামটির কাজ করছি।
আশা করছি, মাসখানিকের মধ্যে আমি সিন্ধান্ত নিতে পারব কবে অ্যালবামগুলো বাজারে দিতে পারব।
পুরনো গানের তালিকায় আপনার কোন কোন গান থাকতে পারে?
পুরনো গানের তালিকায় থাকছে, 'হ্যামিলিনের বাঁশিওয়ালা', 'যে বাঁশি ভেঙে গেছে', 'এ আমার শেষ চিঠি', 'কৃষ্ণচূড়ার ছায়ায় ছায়ায়', 'মরণ যদি তোমার প্রেমে', 'কোনো এক সন্ধ্যা', 'এ মন আমার পাথর তো নয়', 'প্রিয়জন', 'ভাবতে পারি না', 'নীল চাদোয়া'সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান।
হলিউডের চলচ্চিত্রে যে গান করার কথা ছিল তার কি অবস্থা?
গত বছর হলিউড চলচ্চিত্রের জন্য তিনটি গান করার বিষয়টি চূড়ান্ত হয়েছিল। স্টেজ শো ও নানা ব্যস্ততার কারণে সেই কাজটিও শেষ করতে পারিনি। কিন্তু কাজ চলছে।
এদিকে তারা কাজটির জন্য চটজলদি করছেন।
বিচারকের কাজ কেমন চলছে?
ভালো, বর্তমানে ক্রিকেট খেলার জন্য অনুষ্ঠানটি আপাতত বন্ধ আছে। সুবিধাবঞ্চিত কিশোরীদের নিয়ে মাছরাঙা টেলিভিশনে এ আয়োজনটির নাম 'ব্র্যাক মেঘে ঢাকা তারা'। এ আয়োজনে অংশগ্রহণ করছে ৪০ জন সুবিধাবঞ্চিত কিশোরী। ব্র্যাক-এর 'এডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম'-এর আওতায় সারা দেশের ৮৫০০ 'কিশোরী ক্লাব'-এর আড়াই লাখ কিশোরীর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত ৪০ জন প্রতিভাবান কিশোরী নাচ ও গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
আর আমি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে কাজটি করে যাচ্ছি।
* আলী আফতাব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।