আমাদের কথা খুঁজে নিন

   

সমঝোতা : সময়ের দাবি

রাজনৈতিক অস্থিরতায় অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যাংকটির মতে, চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ অর্জিত হতে পারে। ২০১৩-১৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। লক্ষ্যমাত্রার চেয়ে প্রবৃদ্ধি কম হলেও এশীয় উন্নয়ন ব্যাংক বলেছে, বাংলাদেশ মধ্যআয়ের দেশ হওয়ার দিকে হাঁটছে। এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটি নিঃসন্দেহে একটি সুখবর। মধ্যআয়ের দেশ হওয়ার পথে বাংলাদেশের এগিয়ে চলা যে কোনো মূল্যায়নে স্বস্তিদায়ক। তবে অস্বস্তির দিক হলো রাজনৈতিক সংঘাত বাংলাদেশের এই এগিয়ে চলাকে বিঘি্নত করছে। নির্বাচনকেন্দ্রিক যে রাজনৈতিক অস্থিরতা দানা বেঁধে উঠছে, তা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। গত বছর জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৩ শতাংশ। রাজনৈতিক অস্থিরতা না থাকলে প্রবৃদ্ধি আরও সন্তোষজনক পর্যায়ে থাকত। রাজনৈতিক অস্থিরতায় ব্যক্তি বিনিয়োগ কমে যাচ্ছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস না থাকায় প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে সংঘাতময় রাজনীতির আশঙ্কা করা হচ্ছে। আর এ সংঘাত-অস্থিরতা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে মারাত্দকভাবে ব্যাহত করতে পারে। এ পরিস্থিতিতে কমে যেতে পারে রাজস্ব আদায় ও বিদেশি সহায়তা। বিনিয়োগ পরিস্থিতি, রপ্তানি আয় ও রেমিট্যান্সেও এর নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে। এডিবির মতে, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও কৃষি খাতে প্রবৃদ্ধি কিছুটা হয়তো বাড়বে কিন্তু শিল্প খাতে আগের প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে। এডিবির প্রধান অর্থনীতিবিদ গত বুধবার ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের বিগত পাঁচ বছরের উন্নয়ন প্রসঙ্গে বিদ্যুৎ খাতের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে একই সঙ্গে ভর্তুকিও বেড়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতার যে আশঙ্কা করেছে, তার আলামত ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সরকারের মেয়াদ শেষ হয়ে এলেও পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সে সম্পর্কে কোনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত দানা বেঁধে উঠলে অর্থনৈতিক ক্ষেত্রে গত পাঁচ বছরের অর্জিত সাফল্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এ বিপদ থেকে রক্ষা পেতে হলে পরবর্তী নির্বাচন সম্পর্কে প্রধান দুটি রাজনৈতিক দল তথা জোটকে আর সময় ক্ষেপণ না করে সমঝোতায় পেঁৗছাতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।