সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রচুর সংখ্যক গেইমার অনলাইনে গেইমটি খেলতে চাচ্ছে। যার কারণে প্রতিষ্ঠানটির সার্ভার নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে পারছে না।
একসঙ্গে এত গেইমার সার্ভারে হিট করার কারণে সার্ভার থেকে গেইমারদের বিভিন্ন মেসেজ দেখাচ্ছে। এ রকম একটি মেসেজ হল-- ‘রকস্টার ক্লাউড সার্ভার আনঅ্যাভেইলেবল’। এ ছাড়াও কম্পিউটার স্ক্রিনে গেইমটি আটকে যাচ্ছে, লোড হতে সময় নিচ্ছে।
এমনকি অনেককে মিশন শুরু করার সঙ্গে সঙ্গেই মিশন ফেইলড মেসেজও দেখাচ্ছে। ফলে গেইমাররা গেইমটি ঠিকমতো খেলতে পারছে না।
রকস্টার গেইমস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতোমধ্যেই সমস্যাটির সমাধান করার জন্য উদ্যোগ নিয়েছেন। খুব শীঘ্রই সমস্যাটির সমাধান হয়ে যাবে। প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে গেইমারদের কাছে এ সাময়িক ত্রুটির জন্য ক্ষমাও চেয়েছে বলে জানিয়েছে বিবিসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।