আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁস ও স্কাইপি কেলেঙ্কারির সাথে বিএনপি সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ অভিযোগ করেন। সুরঞ্জিত বলেন, দুই পৃষ্ঠা কাগজ চুরি করে প্রকাশ করলেই রায় প্রশ্নবিদ্ধ হয় না। যতক্ষণ পর্যন্ত একজন বিচারক রায় ঘোষণা না করেন, ততক্ষণ পর্যন্ত এটা রায়ই হয় না। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নেই।
সংগঠনের উপদেষ্টা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাসদ নেতা মীর হোসেন আখতার, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।