ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় জেলা কৃষকলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল বাকী নিহত হয়েছে। আজ বেলা ২টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের বেজপাড়া নামক স্থানে নছিমন উল্টে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আওয়ামীলীগ নেতা ও ঠিকাদার আব্দুল্লাহ আল বাকী ( ৫০) ঠিকাদারী কাজের মালামাল নিয়ে নসিমন যোগে মহেশপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের কালীগঞ্জের বেজপাড়া নামক স্থানে নসিমনের টায়ার বিষ্ফোরিত হলে উল্টে খাদে পড়ে। এসময় বাকী গুরুত্বর আহত হয়। তাকে যশোর হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তিনি মারা যান।
নিহত আব্দুল্লাহ আল বাকী দীর্ঘদিন ঝিনাইদহ জেলা-বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও ঝিনাইদহ জেলা কৃষকলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি শৈলকুপা উপজেলার জাঙ্গালীয়া গ্রামের আব্দুল বারীর ছেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।