আমাদের কথা খুঁজে নিন

   

১৯ জুন বলাকা হোটেল



ভেবেছিলাম তোমাকে নিয়ে আর কখনও কোনদিন কলম ধরব না। আমার ঘুমন্ত মনে তুমি চিরদিন। কেন জানি আজ হঠাৎ করে তোমার কথা মনে পড়ে গেল। তুমি কি কখনও আমাকে মনে করছে? এখনও কি ভাবছ অনেক দূর সীমান্তে একজন নীরব চোখে চেয়ে আছে? কোনদিন নাইবা ভাবলে সে কথা, হঠাৎ করে কারো মুখ নাইবা ভাসল তোমার চোখে তাতে আমার কোন আপসোস নেই। তুমিতো জানো, অনেক আঘাতে গড়া আমার এই জীবন।

চলার পথের প্রত্যেকটি ধাপে ধাপেই শুধু আঘাত পেয়েছি, ভালোবাসা পর্যন্ত যেতে পারিনি। ভেবেছিলাম জীবনে যা পেয়েছি তাই নিয়েই সুখী হব পারি না। তুমি বল সাহিত্য ছাড়া কি আমি বাঁচতে পারব? ঈারব না। সে আমার সাহিত্যকে চরম ঘৃণা করে। আমার সাহিত্যের উপর পদচিহ্ন আঁকতে চায়।

আমি আর পেরে উঠতে পারছি না। তুমি একদিন আমাকে বলেছিলে, ‘তুমি তাকে তোমার মত করে গড়ে তুল। ” পারি নাই। আমি তাকে আমার মত গড়ে তুলতে পারি নাই। তার আঘাতগুলো অনেক কঠিন।

অবশেষে বুঝলাম ইহজীবনে কেউ বুঝি আমার হলো না। আমি পরের মাঝেই রয়ে গেলাম। আমি জানি পর কখনও আপন হয় না। তুমি বলেছিলে, যাকে ভালোবাসা যায় তাকে না পেলেও ভালোবাসা যায়। তোমার এই কথাকে আমার মনের গহীনে নিবু নিবু প্রদীপ জ্বেলে রেখেছি।

তোমার কথা মত স্বান্তনার মাঝে সুখ খুঁজতে চেয়েছি। তোমাকে মিস করছি আজও। তুমি আজও জেগে আছ আমার মনের কোণে। তুমি একদিন বলেছিলে, “অনেক বড় হও। ” পারিনি।

বিশেষ কথা হলো তোমার কিছুই রাখতে পারিনি। ১৯ জুন ২০১১ইং বলাকা হোটেল মাধবপুর, হবিগঞ্জ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।