শুক্রবার এক তথ্যবিবরণীতে বলা হয়, ঢাকা বিভাগের পরিচালক (হাসপাতাল) ডা. নাহিন নাসরিন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. শফিউদ্দিন এবং স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (আইন) ডা. নজাবত হোসেনকে নিয়ে তিন সদস্যের এই কমিটি করা হয়েছে।
আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নুর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদরের গৃহবধূ মোরশেদার শিশুকে ইনজেকশন দেয়া হলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। একইভাবে মারা যায় সদরের অলোয়া গ্রামের লিটন মিয়ার ছেলে, ছিটকিবাড়ী গ্রামের আল আমিনের ছেলে ও কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের রিপন মিয়ার ছেলে। এদের বয়স চার থেকে ২০ দিনের মধ্যে।
তিনি বলেন, নবজাতকের বিশেষ চিকিৎসা সেবার এই ইউনিটে জন্মগত ত্রুটি নিয়ে অথবা অপরিণত অবস্থায় জন্ম নেয়া শিশুদের চিকিৎসা দেয়া হয়।
হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মাসুদুজ্জামান বলেন, চার শিশুর মধ্যে একজনের জন্মগত শ্বাসকষ্ট ছিল এবং অন্য তিনজন ছিল কম ওজনের।
হাসপাতাল কর্তৃপক্ষও এ ঘটনা তদন্তে শুক্রবার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।