খেলার ফলাফল ২-৬, ৬-৪, ৬-১।
সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচকে হারাতে পারলেই শীর্ষস্থান পুনরুদ্ধার করবেন নাদাল।
হাঁটুর চোটের কারণে দীর্ঘ ৭ মাস কোর্টের বাইরে থাকায় র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে নেমে গিয়েছিলেন ২৭ বছর বয়সী নাদাল। তবে গত ফেব্রুয়ারিতে ফেরার পর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনসহ ১০টি শিরোপা জিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
শীর্ষস্থান ফিরে পাওয়ার সম্ভাবনায় নাদাল অবশ্য তেমন আন্দোলিত নন।
এ প্রসঙ্গে ১৩টি গ্র্যান্ড স্লাম জয়ী
বলেন, “এই ব্যাপারটা আমার ওপরে বাড়তি চাপ ফেলছে না। আগেও আমি এক নম্বর হয়েছি। আবার হলে ভালোই লাগবে। এটা বিশেষ একটা অর্জন। দেখা যাক কী হয়!”
সেমিফাইনালে উঠেছেন পুরুষ ও মহিলাদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচ এবং সেরেনা উইলিয়ামসও।
কোয়ার্টার ফাইনালে জোকোভিচ ৬-১, ৬-২ গেমে যুক্তরাষ্ট্রের স্যাম কুরিকে এবং সেরেনা ৬-১, ৬-৪ গেমে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।