আপনি যদি খুব বেশি ইমোশোনাল হোন তাহলে পোস্টটা আপনার জন্য ।
রিলেশন ব্রেকআপের পর অনেকেই দেবদাস টাইপ হয়ে যায় ।
(ঘুমিয়ে আছে দেবদাস ভাই সব ছেলেদের অন্তরে)
প্রেমে ছ্যাঁকা খাওয়া,দেওয়া বা ব্রেকআপ এমন একটি সিচুয়েশন যা অধিকাংশ ছেলেরা জীবনে একটিবার হলেও ফেস করেছে । এই ব্রেকআপের পর এবং ব্রকেআপ সফল করার জন্য আপনাকে যা যা করতে হবে তার কয়েকটি তুলে ধরলাম…
--সবসময় “আল্লাহ বাঁচাইছে” টাইপ চিন্তা করুন । একাকীত্ব দুর করতে হবে ।
--বন্ধুদের সাথে যতটা পা্রুন বেশি সময় দিন, ঘোরাঘুরি করুন । যেকোন কাজে ব্যাস্ত থাকুন ।
--বান্ধবীদের সাথে এক্সট্রা খাতিরের চেষ্টা করুন । কেজি স্কুল থেকে শুরু করে এযাবত্ যত বান্ধবী হয়েছে সবাইরে কল দিন । তবে ডিস্টার্ব করতে যাবেন না ।
--বান্ধবীর মোবাইল নাম্বারটা আপনার কাছে থাকা সত্বেও তারে ফোন দিয়ে বলুন,"আরে তুই আছিস কেমন ? সেই কতদিন ধরে তোর নাম্বার খুঁজছি ! নাম্বারটা পেয়েই তোকে ফোন দিলাম” ।
--ফেসবুকে,ব্লগে "তোমার কথা খুব মনে পড়ছে" বা “আমার এত কষ্ট কেন ?" টাইপ পোস্ট এবং "আমি আবার আর একটাবার তোমার প্রেমে পড়তে চাই" (তাহসান) টাইপ গান শোনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন ।
--খুঁজে ফিরে কোন "ছ্যাঁকা বাবা"র সন্ধান পেলে তার কাছ থেকে পরামর্শ নিন ।
--লাইফটা এনযয় করুন । তাই বলে "বাবা বা পোপো" খাইয়েন না ।
--আর সবচেয়ে জরুরী…নিয়মিত শেভ করেন রে ভাই ! এসব করে কিছু হবে ? “সে” হয়তো এখন অন্যের গালে হাত বুলাচ্ছে !!!
খাঁচার দরজা খোলা রাখলে নতুন পাখি আসতে কতদিন ?!
ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।