আমাদের কথা খুঁজে নিন

   

আমি একা এক অসামাজিক জীব

মাথা হেলে রাস্তা হাঁটি, তাকাইনা কোনোদিকে কারো প্লাবিত বুক, কিংবা পাকাধান কিংবা কারো শ্রীমতিময় মুখ তবু মানুষ থুথু ফেলে, গালি দেয়, যাকে কোনোদিন দেখিনি, কিংবা শুনিনি তার মোটা অক্ষরের নাম সেও ইচ্ছেমত গালি বসান দেয় আমার সুন্দর ছোট্র নামটির পড়ে। প্রায়শ আমি কোথাও বসিনা সকাল বিকাল যে টি স্টলে বসা হতো দুএকবার তাও না কেনোনা এখন দিন বড় খারাপ সবাই রাজনীতিবিদ, কেউ আবার গুপ্তচর, কি থেকে কি বলি রাজনীতি না গোযেন্দাময় কথা পাছে আবার দেশদ্রোহী মামলা কিংবা পুলিশেল চৌয়ান্ন ধারা। ঘরের দরজা এবং জানালা শক্ত করে লাগাই কেনোনো এখন দিন বড় খারাপ, দেয়ালেও কান আছে, সরিষায় ভূত থাকে, ভাই ভাইয়ের মাথা খায়, বাবা ধর্ষণ করে সুন্দরী কন্যা কী অরাজক অবস্থা এই ডিজিটাল যুগে কাকেও বিশ্বাস নেই ফলত আমি মুখের দুই চোয়াল বন্ধ রাখি কেন্দ্রিয় ব্যাংকের নিরাপত্তার মতো মোটা শক্ত তালা লাগাই তবু অনেকের সাথে আমার শত্রু শত্রু খেলা কেউ আমার ছোট্র নামটি শুনিবামাত্র তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে আমার তাতে যায় আসে কি ? আমি তবু মাথা হেলে পথ চলি কারো প্লাবিত বুকে তাকাইনা কারো শর্যায় কাটাই না রাত আমি কারো অতিথি না আমি একা এক অসামাজিক জীব আমি মাথা হেলে পথ চলি ১৪।০১।২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।