আমাদের কথা খুঁজে নিন

   

আসুন ফ্রী দিনভর SMS পাঠাই। এয়ারটেল থেকে সাথে সাথে পৌঁছে যাবে।

বিশেষ তেমন কিছুই আমার নেই। সাধারন একটা মানুষ আমি।

ফ্রী এসএমএস পাঠানোর জন্য আপনার কিছু জিনিস দরকার পরবে। ১- একটি কম্পিউটার। ২- ইন্টারনেট সংযোগ।

৩- মেয়াদসহ একটি এয়ারটেল সংযোগ। ৪- হাতে পর্যাপ্ত সময়। ৫- এসএমএস ফ্রী গেলে আমার পোস্টে ধন্যবাদের বন্যা জাতীয় কমেন্ট। আসুন কাজ সুরু করি। প্রথমে দেশের ভিতরে ফ্রী এসএমএসঃ এয়ারটেল টু এয়ারটেল ফ্রী এসএমএস পাঠাতে প্রথমে এখানে যান এবং "Create Profile Click Here" এখানে ক্লিকান।

আপনার এয়ারটেল নাম্বারটা দিন ১৬******** এইভাবে। সাথে সাথে ১টি কোড দিবে। সেটা যথা স্থানে দিয়ে, পাসওয়ার্ড দিন। এবার ১টি সিকিউরিটি প্রশ্ন ও উত্তর দিন ( পাসওয়ার্ড হারিয়ে গেলে লাগবে) ব্যাস। এবার দেখুন যে পেজ এ নিয়ে গেছে তার বামপাশে WebToSMS লেখা, সেখানে ক্লিক করুন।

না বুঝলে চিত্রে দেখুন। চিত্রের মত পেইজে আপনার পছন্দের এয়ারটেল নং দিন। ১৬৭******* এইভাবে, মানে ০ বাদে। আপনি একটি একটি করে ৫টি নং দিতে পারবেন। এবার Message Text * এর ঘরে যা লিখার লিখুন।

send বাটোনে চাপুন। দেখুন নিচে ১টা লাল কালির লেখা এসেছে। Your SMS message will be sent to the recipients you specified for free Do you wish to continue ? নিচের বক্সটা চেক করে continue চাপুন। এসএমএস চলে যাবে। এই সুবিধা গ্রামীন এ আছে।

কিন্তু টাকা কাটে। এবার যে কোন নাম্বারেঃ আগেই বলে নেই ওয়েব থেকে ফ্রী এসএমএস সবসময় কাজ করেনা। তাদের ফাক ফুটো ধরা পরলেই আর এসএমএস যায়না। তাই, সবসময়(এমনকি কোনদিনও) এসএমএস নাও যেতে পারে। চেষ্টা করে দেখেন।

এখানে ক্লিক করুন। তারপর কোন মহাদেশে এসএমএস দিবেন তা সিলেক্ট করে দেশ সিলেক্ট করুন। তারপর নাম্বার দিয়ে পাঠান। এই লিঙ্কটার একটা ভাল সুবিধা এটা দিয়ে আপনার নাম্বার থেকে এসএমএস যাবে। মানে সেন্ডআর নং এ আপনার নং দিন।

চাইলে অন্য কারও নং দিতে পারেন। সে টের পাবে না। এটা আরেকটা। চেষ্টা করে দেখেন। আরও ১টা লিঙ্ক।

বিঃ দ্রঃ নিচের লিংকগুলো কাজ না করলে আমি দায়ী না। কারন ওদের চোরামি ধরা খেলেই এসএমএস যায় না। তবে আমি ঐ সাইট থেকে এসএমএস দিয়েছি এবং তা গেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.