আমাদের কথা খুঁজে নিন

   

ইইউ-ইউএস অবাধ বাণিজ্য আলোচনা স্থগিত

এর আগে একই কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া সফর বাতিল করা হয়। দ্বিপক্ষীয় এই আলোচনা ও চুক্তির লক্ষ্যে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ইইউ’র সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাওয়ার কথা ছিল বলে বিবিসি জানিয়েছে। কিন্তু শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী মাইকেল ফ্রম্যান ইইউকে জানান, আর্থিক ও কর্মী সঙ্কটের কারণে ব্রাসেলসে পূর্ণাঙ্গ আলোচক দল পাঠাতে পারবে না যুক্তরাষ্ট্র। তবে এই চুক্তি সইয়ের জন্য ওয়াশিংটন ইইউ’র সঙ্গে কাজ করে যাবে বলে জোর দিয়ে বলেন তিনি। অবশ্য এর জন্য সরকারের কার্যক্রম স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র সরকারের এই ঘোষণার প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেছে ইইউ’র বাণিজ্য কমিশনার ক্যারেল দে গুচ। এই বিলম্বকে দূর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নতুন অর্থবছরের বাজেট অনুমোদিত না হওয়ায় অতি জরুরি নয় এমন সব কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এরপর থেকে যুক্তরাষ্ট্র সরকারের লাখ লাখ কর্মী বেতন না পাওয়ায় কাজে যোগদান থেকে বিরত রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।