আমাদের কথা খুঁজে নিন

   

চে, আমি জেনেছি তোমার হত্যাকারীর খোঁজ

চে,

তোমার শরীর লক্ষ্য করে গুলি ছুড়েছিল কে?

 

‘মারিও তেরান’—ঝটপট উত্তর জানায় ইতিহাস,

শুনে সন্তর্পণে লুকাই স্বস্তির নিঃশ্বাস।

 

ইতিহাস তো জানে না, জানবে কীভাবে?

কখনোই করিনি স্বীকার,

আমিও অংশীদার ওই সাম্রাজ্যবাদে—

আমিও মেলাই পায়ে-পা তাদের সাথে

যারা বয়ে চলে সহস্রাব্দ প্রাচীন মনোবিকার।

 

যখন ‘তোমাকে ভালোবাসি’—

এ কথা চিৎকার করে বলেই ফিরে আসি নিজ দুনিয়ায়,

তোমার স্বপ্ন-চেতনা খুন করবার প্রতি দিয়ে যাই সায়,

আমার আমার বলে করে চলি নামজারি,

কিনতে না পেরে সুদৃশ্য পোশাকের পানে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ি...

 

তখন মুহূর্তের ব্যবধানে জেনে যাই

চে,

আর কেউ নয়; আমিই তোমার প্রকৃত হত্যাকারী।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।