শৈশবে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি। নিজের মা-বাবারই একজন আস্থাভাজন নির্যাতন করেন তাকে। শৈশবেই সেই দুঃসহ স্মৃতি তিনি এক ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন বিশ্ববাসীকে। তিনি হলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদ পুরুষ পণ্ডিত রবি শংকরের মেয়ে আনুশকা শংকর। দিল্লিতে চলন্ত বাসে ধর্ষিত ও নিহত প্যারা মেডিকেল ছাত্রীর স্মরণেই এই সিদ্ধান্ত নিয়েছেন শংকর কন্যা।
পেশায় সংগীতঙ্গ আনুশকা বিবিসি রেডিও ফোরের ফ্রন্ট রো অনুষ্ঠানে আনুশকা জানান, তিনি তার এই ভয়াবহ অভিজ্ঞতা লন্ডনের তার বাড়িতে ভিডিওর মাধ্যমে ধারণ করবেন। ওই ভিডিও ক্লিপটি দিল্লির চলন্ত বাসে ধর্ষিত মেডিকেল ছাত্রীর স্মৃতির উদ্দেশ্যে প্রচার করা হবে।
এছাড়া ওই মেডিকেল ছাত্রীর স্মরণে তার নামে একটি গানও গাইছেন আনুশকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।