রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এক নোটিসে জানানো হয়, ৩১ ডিসেম্বর ২০১২ শেষ হওয়া বছরের জন্য এই লভ্যাংশ সুপারিশ করেছে ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ।
আইনি জটিলতার কারণে ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত লভ্যাংশ দিতে পারেনি ডেল্টা লাইফ। এ কারণেই সাত বছরের সঞ্চিতি থেকে একসঙ্গে ২১০০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ কোম্পানির শেয়ারধারীরা তাদের হাতে থাকা প্রতিটি শেয়ারের বিপরীতে ২১টি বোনাস শেয়ার পোবেন।
আগামী ১৬ নভেম্বর ঢাকার গুলশানে ডেল্টা টাওয়ারে সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে আট বছরের বার্ষিক সাধারণ সভা হবে। লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ অক্টোবর।
এর আগে সর্বশেষ ২০০৪ সালে ৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ডেলটা লাইফ। প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধনের পরিমাণ সাড়ে চার কোটি টাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।