আমাদের কথা খুঁজে নিন

   

২০ লাখ সাইবার পুলিশের নজরদারিতে চীনের ইন্টারনেট!

চীনের জনসাধারণের ইন্টারনেট কার্যক্রমের ওপর দেশটির সরকারের প্রায় ২০ লাখকর্মী সার্বক্ষণিক নজর রাখছে।

আজ রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেইজিং নিউজের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

বেইজিং নিউজ জানায়, সরকারি কর্মীদের বেশিরভাগই দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইক্রোব্লগিং সাইটগুলোতে প্রতিদিন পোস্ট হওয়া ক্ষুদে বার্তা (মেসেজ) পর্যবেক্ষণ করে যাচ্ছেন।

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এবং সরকারের কার্যক্রম নিয়ে যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অস্থিরতা দমানো যায়, সে কৌশলেই কাজ করছেন তারা।

বেইজিং নিউজ আরও জানায়, এই ‘ওয়েব পুলিশ’ সরকারের পক্ষে ইতিবাচক কার্যক্রমকে প্রচারণার ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।