বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ জাতি আজ এক গভীর সঙ্কটে। এই সঙ্কট সৃষ্টি করেছে আওয়ামী লীগ, তাই তাদের না হঠানো পর্যন্ত এই সঙ্কট কাটবে না।আজ বিকেলে ঢাকা মহানগর জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের প্রতিনিধি সভায় ফখরুল এসব কথা বলেন।ফখরুল বলেন, আওয়ামী লীগের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তাদের আয়ু আর মাত্র বিশ দিন। আওয়ামী লীগকে হঠানোর জন্য তিনি ভ্যান-রিক্সা শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।