আমাদের কথা খুঁজে নিন

   

۞۞ হাসা-হাসি ۞ আংকেল থেকে ভাই হলাম ۞ এক রুমে চার শহীদ ۞ প্রবাসী বিবাহিত যুবকের কান্না ۞

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
নতুন জামাইকে কষ্ট করে কাঁদে তুলে শাশুর বাড়ী নিয়ে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য। গ্রাম-বাংলার বিয়েতে পায়ে হেটে বিয়ে বাড়ী যেতে খুব আনন্দ লাগে। একসময় পালকি ছিল।

বরযাত্রীরা পালকির পেছনে থাকত। বাড়ীতেই বিয়ের আয়োজন হতো। এখন আর সেই দৃশ্য দেখা যায় না। ======================================== আংকেল থেকে ভাই--------------------- প্রবাসে আমার রুমমেটের বয়স ৫০ এর কাছাকাছি। বয়সে তিনি সবার বড় হলেও সবাই ওনাকে হাসিব ভাই বলে ডাকে।

ব্যতিক্রম শুধু আমি। আমি ওনাকে আংকেল বলে ডাকি। সবাই আমাকে বলে ‍"আমরা ওনাকে হাসিব ভাই বলে ডাকি, আর আপনি আংকেল ডাকেন কেন?" আমি উত্তরে বলি " ভাইগন! সবাই যদি ওনাকে ভাই ডাকে তাহলে আংকেল ডাকবে কে?" এই দায়িত্বটা না হয় আমিই নিলাম। একদিন হাসিব আংকেল টয়লেটে একটু ব্যথা পেয়েছিল। টয়লেট থেকে বের হয়ে আমাকে বলল, জামাল ভাই আমার পা থেকে রক্ত বের হচ্ছে।

ওনার মুখ থেকে জামাল ভাই শব্দ শুনে আমি লজ্জায় আর ওনাকে আংকেল ডাকতে পারিনি। এখন অামি হাসিব ভাই বলে ডাকি। ============================================ প্রবাসী বিবাহিত যুবকের কান্নাঃ কয়েক বছর আগে আমার এক রুমমেট দেশে গিয়ে বিয়ে করেছিল। মাত্র এক মাসের মাথায় তাকে আবার কর্মস্থলে ফিরে আসতে হয়েছিল। সে রুমে এসেই সারাক্ষন শুধু বউয়ের গল্প বলতো।

তার বউয়ের গল্প শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। একদিন দেখেছি সে নীরবে কাঁদছে, কান্নার কারন জিজ্ঞেস করলে আমাকে বলে, এত টাকা খরচ করে বিয়ে করেছি মাত্র কয়েকদিন থেকেই চলে আসতে হলো। তার মুখ থেকে এই কথা শুনে কাঁদবো নাকি হাসবো----------- হায়রে প্রবাসী-------- =========================================== এক রুমে চার শহীদঃ দুবাইতে এক রুমে ৮/১০জন থেকে শুরু করে ২০ জন পর্যন্ত বসবাস করে। রুম ভাড়া বেশী হওয়ার কারনে বাধ্য হয়েই নোংরা পরিবেশে প্রবাসী ভাইদেরকে গাদাগাদি করে থাকতে হয়। একদিন এক রুমে গিয়ে দেখি, রুম পরিস্কার করণের তালিকায় চার শহীদের নাম।

এই যেমনঃ ১. শহীদ (গোল্ড) ২. শহীদ (পারফিউম) ৩. শহীদ (ডিজাইনার) ৪. শহীদ (ইমারেটস)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।